যাদের নজর -
আমাদের সুপারি পাতার গাড়ীতে
যে সব, -শকুনির চোখ  
...আমাদের শিশুর খেলনায়
তিলে তিলে যারা ধ্বংস করে দিচ্ছে
আমাদের সংস্কৃতি আর -গৌরবময় ঐতিহ্য।

যে সব সভ্যতার নামে
আমাদের সহজ সরল মানুষের গাঁয়ে
পরাচ্ছে অসভ্যতার খোলশ।

..."পিতৃ পরিচয়হীন শিশুর মত না থেকে"
কালকের সমাবেশে এসো
- বাংলার সন্তান
...তাদের বিরুদ্ধে
সময়ের সাথে নিজের পরিচয় করিয়ে দিতে।



উৎসর্গ
একদিন ম্যাসেন্জারে নক করলাম।ভাই আমার কবিতা প্রকাশ করবেন
ওপাশ থেকে উত্তর এলো হা করবো, নাম্বার দেন।
আমি নাম্বার দিতেই কল দিলেন, শ্রদ্ধেহ বড় ভাই সাংবাদিক ইয়াকুব মিয়া। আল্লাহ্ ওনার হালতে সুরতের উপর রহম করুন।