বাংলার মেয়ে
আপনার গাঁয়ে আমনের প্রথম গন্ধ পাই
আপনার হাতে-
প্রথম ভাপা পিঠার ধোঁয়া
আপনি তো ভোরের প্রথম আলো
আপনাকে'ই ভালোবাসি।
আপনি আমার কৈশোরের গল্প
যৌবনের প্রথম প্রেম
আপনি তো বাংলার মেয়ে আনিসা আঞ্জুমা
সমুদ্রের প্রথম সূর্যদোয়।
আপনাকে ভালোবেসে কিনেছি প্রথম গোলাপ
-কিনেছি প্রথম গাজড়া
আপনি তো কয়ছর আহমদের মেয়ে
আমার প্রথম ও শেষ কবিতা।