যেখানে শ্রমিকের ঘামের মূল্যায়ন হয় না
- সেখানে কোন কবির জন্ম হয় নি,
- যেখানে কোন কবির জন্ম হয়নি
সেখানে স্বাধীনতা পরাধীনতার চাইতেও খারাপ।
তুমি কি জানো -
শ্রমিকের কপাল থেকে যে ঘাম বের হয়
সেই ঘামের নাম কি?
: না
: বাংলা বর্ণমালা
- শ্রমিকের গলা থেকে যে ঘাম বের হয়
- সেই ঘামের নাম কি?
: আপনি বলেন
: বাংলা বর্ণমালার অক্ষর অ ,আ,ক,খ।
কবি আপনি এত কিছু জানেন। তা হলে এবার বলেন-
শ্রমিকের শরীর থেকে যে ঘাম বের হয়
- সেই ঘামের নাম কি?
: স্বাধীনতা
শ্রমিকের শরীর থেকে ঘামের যে গন্ধ বের হয়
- সেই গন্ধের নাম কি?
: বিদ্যালয়।
কবি আপনার ভাষায়
শ্রমিকের বাহু থেকে যে ঘাম বের হয়
- সেই ঘামের নাম কি?
: দেশের অর্থনীতি।
শুনেছ যখন আরো একটু শুনো
শ্রমিক যখন আনন্দে সাদা ঝকঝকে দাঁত বের করে হাসে
সেই হাসির নাম'ই বাংলার কবিতা।