তুমি হয়তো সৈয়দ ফয়েজ'কে নিয়ে
বেশ ভালো থাকবে
আমিও কাউকে খুঁজে নিবো ভালো থাকার জন্য

প্রিয়,
বিচ্ছেদের শহরে
আমি আর তোমাকে ভালোবাসি বলবো না

যদি তোমার সেই চোখ চড়ুই পাখির মত হয়
-অ্যালবাট্রস হতে এসে
-যদি আমাকে হতে হয় মৃত সাগর...।