তুমি বলো
তোমার কাছে না চাইলে, আমি কার কাছে চাইবো
তুমি বলো
তোমারে না বলিলে, আমি কারে বলবো ।
সব ভয় বুকে নিয়ে তোমার অপেক্ষা করছি
তোমার আসতে দৈরি
তাতে যদি
...তোমার উপরে একটু রাগ করতে না পারি
তবে কার উপরে রাগ করবো।
আমি তো তোমার কাছে কোন গিফট চাই'নি
একটু সময় চাইছি, এই সময় চাওয়া'টা
...কি আমার অপরাধ
আমি তার প্রায়শ্চিত্ত করবো
তুমি বলো
যদি আমার কোন অধিকার থাকে না...
তবে কেনো আমি তোমাকে'ই ভালোবাসো।