হায় !
আমি যদি মরে'ই যেতাম
আমার অস্তিত্ব  হারানু'র আগেই।
করোনাভাইরাসে
- শয়ে শয়ে মানুষ যেমন মর'লো
এই কাফনের টানপরনের দিনে ।

"তা হলে হয়'তো বেঁচে'ই যেতাম"
এই কুকুর শকুনি'র হাত থেকে।
- হায়,
আমার তো নাড়ীভুঁড়ি ছিড়ছে ওড়া
যেমন ছিড়েছে   "একাত্তরে"পাকিস্তানি জানোয়ারে'ড়া।

ঠিক তেমন'ই ছিড়চ্ছে আমাকে
আর আমার স্বাধীনতা কে
ঠিক তেমন'ই পুড়াচ্ছে আমাকে
এবং আমার অস্তিত্ব কে।

হায়!
তার আগে'ই যদি মরে যেতাম আমি
করোনাভাইরাসে
শয়ে শয়ে মানুষ যেমন-মর'লো
কবরের জায়গা ফুরানো'র আগে।