রজকিনী
আমি মনে হয় তোমার প্রেমে পড়েছি
ভীষণ প্রেমে পড়েছি,
না হয় কেন ?
আমি যদি কবিতার বই খুলি, তবে কেন তোমাকে দেখতে পাই?
আর যদি আমি কবিতা লিখি, তবে কেন'ই বা তোমাকে'ই লিখে যাই?।