আমি সময়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি
আমি পরাস্ত-
ভালোবাসার নির্বাচনের গোলাপ ফুল মার্কা নিয়ে
অবহেলিত বিকেল,ডোবা সূর্য, সন্ধ্যাদীপ
একপাশে দাঁড়িয়ে থাকা অসহায় কাশফুল,
নদীর জল, আমাকে ক্ষমা করো।
আজকের শিশুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি
প্রিয় দোয়েল-ঝরা বকুলের পাপড়ি, আমি লজ্জিত
নিউটন ইলেকট্রিক বিজ্ঞান যুগে
-মানুষ ভুলেছে মানবিক দায়
সহজ জীবন যাপনে কমেছে প্রিয় মানুষের মূল্যবোধ।
আমি ক্ষমা চেয়ে নিচ্ছি শীতের সকাল, কৃষাণবধূ
কাঁঠাল বন ফসলের জমি,ডাঙ্গার জল
-প্রিয় শালুকের মূল,
দুর্নীতি আর অনিয়মের কাছে
আত্মসমর্পণ
-করার চাইতে মরে যাওয়া ভালো
আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সমাবৃত সকল কবি ও পাঠকের কাছে
আমি কথা দিয়েছিলাম এবার ডাঙ্গার জল নেমে গেলে
তুলে আনবো শালুকের মূল
আমি পারি'নি -আমাকে ক্ষমা করো,আমি বিদায় নিচ্ছি।
২৩/০১/২০২০ইং