ব্যথিত হইও না আমি চলে গেলে প্রিয় শালিক।
বেদনার নীলকণ্ঠ নিয়ে
গোলাপের সম্মেলনে যদি কোন কবি না বলে আমার কথা
কোন পাঠকের হৃদয় যদি স্পর্শ না করে আমার কবিতা
- তবে ব্যর্থ আমার কলম
আমি নিজেকে গুটিয়ে নিয়েছি প্রিয় মাছরাঙা।
দুঃখগুলি এক পাশে রেখে যেও কবিতার সম্মেলনে
-প্রিয় চড়াই
কোন কবির কবিতা আবৃত্তি শুনে যদি মনে পারে,
-ঝলমলে সোনালী রুদ্রে দিকে থাকিও
সবুজ ফসলের মাঠে আমি নিজেকে গুটিয়ে রেখেছি।
আমার না পাওয়া প্রতিটা শিশির বিন্দু তোমার কাছে রেখে গেলাম
-প্রিয় ঘাস
ভুরের আকাশ ধবধবে সাদা কাশফুল
সমাবৃত সকলের কাছে উত্থাপন করে ব্যথিত হইয় না
যদি কেউ গ্রহণ না করে তবে তুমি বাতাসে ভাসিয়ে দিও আমার কবিতা।