আমি আর কিছু চাই নি-
চেয়েছিলাম
আমাদের শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী,
দারিদ্র্য মুক্ত সমাজ,
হিংসা বদলে প্রেম।
আমি আর কিছু চাই নি -
চেয়েছিলাম
অন্ধকারের অবসান
সুশিক্ষার আলো
চেয়েছিলাম শিশুটি তার মাকে মা বলে ডাকুক
বাবার পরিচয় নিয়ে বড় হক।
আমি আর কিছু চাই নি -
চেয়েছিলাম
সংগ্রাম, অপকর্মের বিরুদ্ধে
আপসহীন যুদ্ধ, দারিদ্র্য তার সঙ্গে।
আমি আর কিছু চাই নি-
চেয়েছিলাম
সত্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে
মিথ্যার সঙ্গে তালাক।
আমি আর কিছু চাই নি-
চেয়েছিলাম
তিন বেলা পেঠ বড়ে ভাত খেতে
এক টুকরো জমির উপর একটা ঘর।
আমি আর কিছু চাই নি -
চেয়েছিলাম
একটি পরিবার, একটি সংসার
সুখে জন্য মায়ের কুল
শাসনের জন্য বাবার রাঙ্গানু চোক
আদরের বোন
জগড়া করার জন্য লক্ষী বউ
আমাদের শিশুর জন্য একটা সুন্দর পৃথিবী।