ঘড়ির ভিতর দিয়ে রক্তের স্রোতে সময় চলে যায়
চলে যায় আমার দিনরাত
ক্যালেন্ডারের পাতাও বদলায়
...তবুও থেকে যায় রক্তের দাগ।
আর...
আমার অসহায় চোখ শুধু চেয়ে দেখে
কে পোড়'ছে বেশি! আমি না চিতার লাশ।

৮ মাঘ ১৪২৭