আমি...
অতি সাদাসিধে -একটা স্বাভাবিক জীবনের খোঁজে আছি
একটা অতি সাধারণ জীবনের খোঁজে !
আমার অতটা আত্মসম্মানের প্রয়োজন নেই,
বাঁচার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু হলেই হবে ।
আমি খুব সামান্য কিছু চেয়েছি
- চেয়েছি
সকালে প্রথম আলোয় গাভিন ধানের সুগন্ধ
কানে কানে বলুক : কবিতা লিখ
বর্ণমালার সব কয়টা অক্ষর দিয়ে কবিতা লিখ ।
"শালার অভাব, কি ভেবে যে আমার সঙ্গ ত্যাগ করছে না"
সত্যি আমি এক অস্বাভাবিকতার গর্তে পরে গেছি।
ইচ্ছে করছে -
নির্জীব জীবনটা'কে সাদা কাপড় পড়িয়ে আব্বা'র পাশে রেখে দেই
অথবা জলে ভাসিয়ে দেই, তাতেও যদি কোনদিন প্রাণ ফিরে।
১ মাঘ ১৪২৭ বাংলা