আনজু
: পোড়া পোড়া গন্ধ লাগছে
অথচ কোথাও আগুন নেই
- নেই শ্যাম রঙ্গা ছাই।
- তবুও পুড়ছে-পুড়ুক আরেকটু পুড়ুক
আমার দীর্ঘশ্বাস আগুনের লাভায়
আমার অভিমানের খাঁ খাঁ দুঃখ-শোক
তোমার ইশারায় ।