আমার বাবার মৃত্যুর পর আমার এক বৃদ্ধ প্রতিবেশি
আফসোস করে একদিন আমাকে বলেন ;
মানুষটাকে বোকা পেয়ে....!
অথচ আমি জানি আমার বাবা বোকা ছিলেন না
ছিলেন সাদা মনের মানুষ
আমার বাবা অন্তরে ছিল ভালোবাসা
সেই ভালোবাসা যারা বুঝতে পারে নি
একমাত্র তারাই আমার বাবাকে বোকা বলতো।