নিজ স্বার্থে চাচারা যখন অর্থ সম্পত্তির হিসাব বুঝে নিয়ে
আমার বাবাকে তিরস্কার করলো!
আমার বাবা তখন
আমার মায়ের সামনে এসে হাসি মুখে বলছে ভালোবাসি।
আমার বাবা সত্যিই সাদা সিদে মানুষ - না হয়
আমার চাচারা দাদার সব সম্পত্তি
এভাবে বিলাসিতা করে উড়িয়ে দিতে পারতো না।