বলো হিরণবালা, আর কত অসহায় মানুষ
প্রাণ দিলে "স্বাধীন বাংলা"
স্বাধীন হবে?
আর কতটা রমণী ধর্ষিতা হলে
বলো আর কতটা রক্ত দিলে আসাদের রক্তেমাখা "লাল শার্ট"
রক্তাক্ত হবে?
বলো হিরণবালা বলো
রাজপথে আর কতটা লাঞ্ছিত হবে, গনতন্ত্র ?
আর কতটা লজ্জিত হলে,নাগরিক অধিকার সুদর্শীত হবে?
চলো চলো হিরণবালা,ধর্ষিতা তরুণীর চিৎকার শুনে
মতিউরের রক্তেমাখা "লাশ"নিয়ে অদম্য মিছিলে, ফয়সালা হবে
আর কতটা রমণী ধর্ষিতা হলে "স্বাধীন বাংলা"
স্বাধীন হবে?
আর কতটা রুস্তম জননী পুত্রহারা হবে স্বাধীনতার ৪৭বছর পরে
আর কতটা পুত্র
পিতৃহারা হলে গনতন্ত্র সুসংগঠিত হবে?
বলো হিরণবালা আসাদ মতিউর রুস্তমের মত
আরও লক্ষ লক্ষ শহীদের রক্তের দামে কেনা আমাদের স্বাধীনতা
আমরা এই স্বাধীনতার মানে কবে বুঝবো? ।