অতীব গুরুত্ব
কখনও কি ভেবে দেখেছো তোমার আগমন
-নিয়ে
হে বিশ্বাসী তরুণ
মাতৃগর্ভে কি করে নিয়েছো শ্বাস? কে দিয়েছে আহার?।

আজ-
দুনিয়া তোমার দিল'ই খায়েশ যদি হয়
তবে আয়নার সামনে দাঁড়িয়ে
একবার চিন্তা করে দেখও -তুমি মূলত  কি ছিলে।

মহার্বিশ্বের বিস্ময়কর তথ্যে রচিত মহাপবিত্র গ্রন্থ
- আল কুরআন নিয়ে
তুমি কি কখনও ভেবে দেখেছো
হে বিশ্বাসী তরুণ -
...কেনো'ই  বা
বিজ্ঞান এসে কদম ছুঁয়েছে সেই পবিত্র গ্রন্থের।

যদি না ভাবো একবার ভেবে দেখও
অতীব গুরুত্ব...।

৩/৩/২০২৫