মৃত পিতার কবরের সামনে দাঁড়িয়ে শিশুটি কাঁদছে
ক্ষুধার্ত শিশুটির কান্না থামাতে
তার মা বাঁশপাতা'র নৌকা নাফনদীর জলে ভাসিয়েছে
তোমাকে আনতে- হে দুধভাত।
তাই শিশুটি চৈত্রের খর রৌদ্রে শুয়ে আছে মাটির বুকে
সবুজ ঘাসের বিছানায়... ।
শিশুটির মা শিশুকে কোলে নিয়ে আহ্লাদ করে
শরীরের মাটি মুছে দিতেই
শিশুটি আবারও চীৎকার করে কাঁদতে শুরু করলো!
শিশুটির মা যখন শিশুকে বুকে নিয়ে মাটিতে শুয়ে পড়লো
তখনও শিশুটি কাঁদছে
শিশুটির মায়ের শরীর মিয়ানমার সন্ত্রাসীর বুলেটে ঝর্ঝরিত
- শিশুটির মায়ের স্তনে বরফ জমে গেছে
তবুও শিশুটি যখন মাতৃস্তনে মুখ দিলো- মুখটি তখন রক্তাক্ত হলো।
১০আঘাঢ় ১৪২৭বাংলা