একটি কবিতা
একটি কবিতা লেখা হলো ঢাকার রাজপথে
ভাষা আন্দোলনের সময়
রফিক শফিউর জব্বার সালাম বরকতের রক্তে দিয়ে।
একটি কবিতা
একটি কবিতা লেখা হলো নাম না জানা শহিদের রক্তে
বাংলার আনাচে কানাচে
স্বাধীনতা কামী মানুষে অন্তরে।
একটি কবিতা
একটি কবিতা লেখা হলো আসাদের রক্তমাখা শার্টে
শহিদ জননী জাহানারা ইমামের পান্ডলিপিতে।
একটি কবিতা
একটি কবিতা লেখা হলো সতীত্ব হারা নারীর চিৎকারে শুনে
রাজাকার আলবদর আলশামসের কুচিৎ হাসির আড়ালে।
একটি কবিতা
একটি কবিতা লেখা হলো ক্ষুধার্ত শিশুটির অসহায় মুখে দেখে
ইয়াহিয়া জিন্নাহ ভুট্টো নরখেকোগুলোর দাঁত বের করে।
একটি কবিতা
একটি কবিতা লেখা হলো বঙ্গুবন্ধুর তর্জনী আঙ্গুলে
সাড়ে সাত কোটি বাঙ্গালীর প্রাণে।
একটি কবিতা
একটি কবিতা লেখা হলো কেবলি স্বাধীনতার জন্য
সংগ্রামী মানুষের বুকে
ভালোবাসার মানচিত্রে নরনারীর রক্ত দিয়ে।
১৫আষাঢ় ১৪২৭