"১৬ই ডিসেম্বর এলে"বাংলা বর্ণমালার অ আ ক খ
-চিৎকার করে কেঁদে ওঠে!
প্রসব ব্যথা ভুলে ; মায়ের মুখে হাসি ফুটে
- কেবল আনন্দে, কেবলই আনন্দে।

"১৬ই ডিসেম্বর এলে" নক্ষত্রের মত চকচক করে অগণিত নাম
কিছু তাজা রক্ত! বারুদের পুড়া গন্ধ
কিছু- দুঃখ-শোকের অশ্রু
-রমণীরা আমার হৃদয়ে ছাপ মেরে চলে যায় - কেবল আমি অনুভব করি... ।

"১৬ই ডিসেম্বর এলে " হারানো সত্তা ফিরে পাই
পরিচিত নীলের মাঝে একটি দোয়েল পাখা মেলে-
সব হারানোর দুঃখ-শোকে।

১৬ই ডিসেম্বর এলে "রাজপথে কিছু ঔজ্জ্বল্য,আভা
কিছু জাগরণ কিছু জাতীয়তাবোধ
শরীরের পতিটা শিরায় শিরায় শিহরে ওঠে -

কিছু নরপশুর কথা কিছু কুকুর শকুনির কথা ; মনেপড়ে
-আমি ব্যথিত হই, "স্তনন" করে
-আমার হৃদয় ছুঁয়ে যায় কিছু নীল হতাদর,
-ওরা এই মাঠির বুকে জন্মেছিলো?
.....আমার শরীর শিউড়ে ওঠে।

"১৬ই ডিসেম্বর এলে "লক্ষ কণ্ঠ গেয়ে ওঠে
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"

"১৬ই ডিসেম্বর এলে"দেখি কতটা শিশু, মাঠির ঠেপা পুতুল
বিজয়ের হৈচৈপূর্ণ আমোদ-উল্লাস-
..........একটা ভূখন্ডের জন্মদিন ।
১২ ফাল্গুন, ১৪২৬ বসন্ত