মার্কিন প্রেসিডেন্ট জজ বুশের মত নয়!
- একজন কবি কে
- হতে হবে মার্কিন সেনার বুলেটে ঝর্ঝরিত ইরাক
ক্ষুর্ধাত প্রতিটা শিশুর পেটে বোমা-অগ্নি ভিয়েতনাম
বারুদের পোড়া গন্ধে আহত - নিহত সিরিয়া।
ভারত সার্থবাধী ধর্মীয় নেতার মত নয়!
- একজন কবি কে
- হতে হবে হিন্দু মুসলিম দাঙ্গায় ঝড়া প্রতিটা রক্তবিন্দু
- মহাত্মা গান্ধীর মত।
খন্দকার মুস্তাকের মত বিশ্বাস ঘাতক দালাল নয়!
- একজন কবি কে
- হতে হবে লিবিয়ার গৃহযুদ্ধে ঝড়া বারুদের বিষে
আফ্রিকার অসাংবিধানিক নেতা নেলসন ম্যান্ডেলার মত।
পাকিস্তানী স্বৈর শাসক ইয়াহিয়া, জিন্না, আইয়ুবের মত নয়!
- একজন কবি কে
- হতে হবে আফগান যুদ্ধে ঝড়া প্রতিটা শিশুর চোখের অশ্রু।
মায়ানমার সন্ত্রাসী গুষ্ঠীর নেতা সুচির মত নয়!
- একজন কবি কে
- হতে হবে রাখাইন সংখ্যালঘু মানুষের আর্তনাদ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত।
ইজরাইলী সৈনিকের বন্দুকে নলে ঝরা বারুদের মত নয়
- একজন কবি কে
- হতে হবে অসহায় জাতীর চোখে আনন্দঅশ্রু
সত্য দেশপ্রেমিক স্বাধীন বাংলার জনক বঙ্গুবন্ধুর মত।
১৬ চৈত্র ১৪২৬ বসন্ত