আজ অসুখকের দিন -
আজ অসুখকের রাত !
- ক্ষুধার্ত ডাইনীর মত হাঁ করে সামনে যা পেলো সব'ই নিলো
বাগানের সাজানু গোলাপ ছিঁড়ে কবির কবিতা
কর্মস্থল খালি করে শ্রমিকের শ্রম !
- অথচ দিনমজুরের চোখের অশ্রু নিলো না
- নিলো না ক্ষুধার্ত শিশুটার কান্না
আজকে অসুখকের দিন-রাত।
কোমর বাঁকিয়ে যে তৃপ্তির হাসি হাসে মৃত মানুষের
সংখ্যা গুনে গুনে আজকের অসুখ।
আজ অসুখের দিন-
আজ অসুখের রাত!
দেশের অর্থনীতি নিলো মানুষের প্রাণ নিলো
আমার কবিতার পাণ্ডুলিপি ছিঁড়ে- স্বাধীনতা
দিনমজুরের রুটি রোজগার সব'ই নিলো!
অথচ আমাদের দুঃখ নিলো না।
------২২ বৈশাখ ১৪২৭ গ্রীষ্ম