এখন আর আমরা দৈনিক খবরের কাগজ পড়ে
আহত হই'না-আমরা মেনে নিয়েছি!
এই বাংলায় ----
খুন, ধর্ষণ লুটপাট,এসব'ই
আমাদের দৈনন্দিক জীবনের মূল অংশ!
কে যেন বলেছিল দুুর্নীতি ছাড়া গণতন্ত্র অচল!
তাই'তো আমরা একে, একে,
একটানা পাঁচবার শিষ্য স্থান দখল করে,
পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছি-
গণতন্ত্র এই বাংলায় সব চাইতে বেশি সুরক্ষিত।
আমরা হরতালে হরতালে মিছিলে নিয়ে
নিরীহ মানুষের লাল রক্তদিয়ে,
সাজিয়েছি রাজপথ!
এখন হয়তো আমরা আর কোন শিশুকে কাঁদতে
দেখলে আহত হব'না-এই বাংলায়।
কিছু কুলাঙ্গারের নিঃশ্বাসে দূষিত হয়ে গেছে
এই বাংলার বাতাস!
এখন শুধু ধর্ষিতার চিৎকার শুনি
আর বাতাসে পাই লাশের পচা গন্ধ
আমরা মেনে নিয়েছি এসব আমাদের দৈনন্দিক জীবনের অংশ।