দ্বিধাগ্রস্থ থাকা শুন্য মেধার অবকাশ হোক,
বেচে থাকা এক নারকীয় সাম্রাজ্য যেথা।
তবে পূর্ণ হোক আলিশান কুমন্ত্রণা তাদের,
যেন নির্বাসিত হয় পরজীবিরা শেষে হেথা।
যেন বিমুগ্ধতা কাটে নওজোয়ানের তাজা রক্ত,
বিষাদের কারাগার যেন উন্মুক্ত হলো শহরেই।
তবুও হয়নি তোলা আওয়াজ তাদের কখনো,
এ কারাগারেই ধুকে ধুকে হোক শেষ-প্রহরেই।
জীবন্ত লাশের সংসারে কভূ চাওয়া হয়নি সাধ,
অপরাগতা যেন মস্তিকের মাঝে করছে সদা বাস।
তবুও হাক ডেকে যদি উঠে ফেলে অবুঝ কখনো,
এ শহরে পিচঠালা পথে রঞ্জিত রক্তে মেলে লাশ।
স্নায়ুযুদ্ধ রপ্ত করতে রোবোটিক এই ভালোবাসা,
চেতনায় তুমি হয়েছো বিশ্বজয়ী- নয় রনজয়ী হে।
পিছু ফিরে দেখো ধূলিসাৎ সবই এখনো পড়ে
পা চাটা হয়ে হয়ে মুকুটের বড়াই করো তুমি কে?