তুমি মিষ্টি রোদ্দুরে দেখা মেঘের ছায়া
অশান্ত বিকেলের অকারণ বিষন্নতা,
দেখে উচ্ছ্বসিত হওয়া প্রিয় মুখ
এই ব্যগ্র মনের প্রচন্ড আকুলতা।
তুমি উষ্ণ বায়ু মাখা ক্ষিপ্ত হাওয়া
তৃষিত হৃদয়ের একফোঁটা শীতল জল,
ফের বেচেঁ উঠার নতুন উদ্দীপনা
উদ্ভাসিত প্রহরে যেন ইচ্ছে প্রবল।
তুমি দুচোখে থাকা রঙিন স্বপ্ন
ক্যানভাসের পাতায় ইচ্ছের রং,
তুমি সহস্র শতাব্দীর উজ্জ্বল ইতিহাস-
এই হৃদয় শহরের, যাতে পড়েনি জং।
তুমি সন্ধ্যের অবাক হয়ে দেখা সূর্যাস্ত
অদেখা কোন সূর্যালোকের দীপ্ত তেজ,
তুমি শেষ বিকেলের সোনালি আলো
দিন শেষেও ভালোবাসার তীব্র আমেজ।
তুমি তোমাকে ঘিরে থাকা ভালোলাগা
তোমাকে ভালোবাসার প্রিয় কোন মুহূর্ত,
তোমায় ছুঁয়ে যাওয়া বাতাসের প্রবাহে
আমি তোমার মন শহরের অনিবার্য শর্ত।
তুমি রাত জেগে থাকা কাটানো প্রহর
শত ছায়াপথের সবচেয়ে উজ্জ্বল তারা,
তুমি পাখিদের কলরবের কিচিরমিচির
কোন মৃতপ্রায় নগরের আনন্দ নবধারা।