কোথায় গেলে শান্তি পাবো,
সঙ্গে পাবো তোমায়!
ভালোবাসা কেন হারায় যায়
ঝর্ণার জল ধারায় !

পূর্ণিমার আকাশে চাঁদ উঠেছে
তবু কেন অমাবস্যায় হারায়!
তেপান্তর এর যুদ্ধ কেনো
আমার পিঞ্জর নাড়ায় ,

কোমলমতীর অঙ্গের ছোঁয়ায়
ভালোবাসা অনেক বেশি বাড়ায়।