এই সময় সেই সময়, যেই সময় আপনার নয়।
বাড়ি আছে গাড়ি নাই, গাড়ি আছে বাড়ি নাই।
গাড়ি বাড়ি সব আছে, কিন্তু নগদ টাকা নাই।
আত্নীয় স্বজন অনেক আছে, দরকার আগে খবর নাই।
প্রেম কিন্তু ঠিকই আছে, কিন্তু সেখানে ভালোবাসা নাই।
শীত আছে কুয়াশা নাই।
বসন্ত ঠিকই আছে, কিন্তু কোকিলের ডাক নেই।
ভালো একটা চাকরি আছে, কিন্তু মাসের মাঝেই টাকা নাই।
বিদ্যুৎ আকাশে ঠিকই চমকায়, কিন্তু আকাশে মেঘ নাই।
চাঁদ আকাশে ঠিকই আছে, কিন্তু চাঁদ মামা আজ বাড়িতে নাই।