চেনা সেই মস্তিষ্কে বিষাক্ত মনের আস্তানা,
খাবলে খাচ্ছে স্বপ্নের দেয়াল, ইচ্ছের ঘর,
সবে তো ইচ্ছে নিয়ে জন্মেছি আমি স্বপ্নের বাসায়,
গুনে রাখা তারাদের আকাশে ছাড়বো কার আশায়!
চেনা সেই আস্তাবলে অবাধ্য ঘোড়ার দল,
ভেঙ্গে ফেলছে সে দেয়াল, লোহার শেকল,
সবে তো রেসের ময়দানে জড়ো হচ্ছে শত জুয়ারি,
তৈরি হওয়া ঘোড়াদের নিয়ে চলছে যত হুশিয়ারি।
চেনা সেই মস্তিষ্কে বিষাক্ত মনের আস্তানা,
নিঃশেষ হচ্ছে রক্ত প্রবাহ, শুষে নিচ্ছে শক্তি,
সবে তো ফুটছে রক্ত,জেগেছে শক্তি যুদ্ধের আভাসে,
নিশ্চিত পরাজয়ের অভ্যাস বদলে যুদ্ধজয়ের উল্লাসে।