হঠাৎ অন্ধকার গলির ভাঙাচোরা আকুতি,
ঝলমলে শহরের দখল নিয়েছে অন্ধকার রাত,
ছায়া গুলো না জানিয়েই রয়েছে আত্মগোপনে,
চেনা ঘড়ির কাটায় মাঝ রাত পেরিয়ে যাচ্ছে,
অন্ধকার রাজপথ ভুগছে পথচারীর শূন্যতায়,
ঘরে ফিরতে মরিয়া, ঘর ছাড়া ভবঘুরে মন,
ছায়াগুলো কখন ফিরবে প্রতিটা মানুষের পাশে,
অন্ধকার মানেই কি যাযাবর শহরে ফিরে আসে?