পৃথিবীতে আর কোন প্রেমিক নেই,
রাস্তায় রাস্তায় সস্তা বাণিজ্যিক বিজ্ঞাপনেও বিক্রি হয় না প্রেম,
বাসের হাতল ধরে হকারের চিৎকারেও আগ্রহ জাগে না আর,
মেট্রোর বড় রেস্তরাঁও ফাঁকা পড়ে থাকে প্রেমিকের অভাবে,
হারিয়ে গেছে প্রেম, নিশ্চিহ্ন হয়ে গেছে কর্পোরেট দুনিয়ায়,
শেষ কবে ম্যাগাজিনের পাতায় উপচে পড়েছিলো প্রেম,জানা নেই,
প্রেমিকারা আজও চেয়ে আছে শাসনের অপেক্ষায়,ছলছল চোখে,
প্রেমিকের ঠিকানা মুছে গেছে ল্যাম্প পোস্টে আঁটা আধ ছেঁড়া লিফলেটে,
প্রেমিক আর মিলবে না প্রেমিকার সাথে, প্রেম যেনো অধরা কিছু,
সিক্রেট সার্ভিসের গোপন সার্ভারেও নেই প্রেমিকের অস্তিত্ব,
পৃথিবীতে আর প্রেম নেই, হারিয়ে গেছে প্রেমিকের ব্যক্তিত্ব।