আজ রাতে সহজিয়া মেঘের আনাগোনা জানালার পর্দায়,
যেন ভিজে চুপসে যাওয়া এক প্রহরীর মত ঠান্ডা হৃদয়,
মেঘ ডাকছে কখনো মৃদু তালে কখনো বা ব্যাকুল সুরে,
আজ গভীর রাতে বৃষ্টি নেমেছে আমার প্রিয় অচিনপুরে।
বারান্দায় ফুল গুলো দুলছে,কখনো সুখে কখনো দুঃখে,
আজ ঝিঁঝিঁপোকার ডাক হারিয়েছে বৃষ্টি নামক অসুখে।
চেনা ঘরের চালে রুপকথা তৈরি হচ্ছে অপূর্ণতার সুরে,
আজ গভীর রাতে বৃষ্টি নেমেছে আমার প্রিয় অচিনপুরে।
সবটুকু খেয়াল নিয়ে বৃষ্টি জেঁকেছে মস্ত আঙিনা জুড়ে,
অট্টালিকা ছাড়িয়ে আসছে দুঃখ অ্যামেচার বৃষ্টির তীরে,
মেঘ ডাকছে কখনো মৃদু তালে কখনো বা ব্যাকুল সুরে,
আজ গভীর রাতে বৃষ্টি নেমেছে আমার প্রিয় অচিনপুরে।