বৃষ্টির রাতে নেশাতুর প্রেমিক খুন হবে,হারাবে বাতাসে ভেসে,
দু:খগুলো ফিরে আসবে চেনা অচেনা ফেরিওয়ালার বেশে।
চিৎকারে বলবে 'যা আছে সব নিয়ে যাও বেমালুম দামে'
অদলবদলের খেলায় পাওনা পাঠিও রঙ্গিন কোন খামে।
বৃষ্টিতে ভিজে একাকার নিয়তির হাতে বাবুইপাখির সুখ,
ব্যাকুল হৃদয়ে নেশাতুর প্রেমিক খুঁজে ফিরে চেনা মুখ।
আজ রাতেও পেয়ে বসেছে নিরবতা,অবিচ্ছিন্ন অন্ধকার,
প্রেমিক খুন হবে,আজ রাতে হবে আততায়ীর অভিসার।
আততায়ী জানে প্রেমিকের সবটুকুই প্রেম দিয়ে ঠাসা,
শহর খুঁজেও মেলেনা,প্রেমিকের আশ্রয় বাবুইপাখির বাসা।