পিরামিডের উপরে বড় নক্ষত্রের কাছাকাছি একটা যোদ্ধা,
বাঁকা চাঁদে পা ঝুলিয়ে দেখছে পরীদের নিরব আনাগোনা,
এস্থেটিক মহাশূন্যে বিকল পড়ে আছে নভোযানের ইঞ্জিনরুম,
অস্বস্তিতে গুমরে মরছে সূর্যের আলোয়,খুঁজছে নেশাতুর ঘুম।
একটা পুরোনো করোটির ভেতর প্রজাপতির বিস্তর সংসার,
চোখের কোটরে চলে আড্ডা,আলোচনা আর জীবন অভিসার।
পাশে পড়ে থাকা হেলমেটে দাঁড়িয়ে আছে একদল জেফার লিলি,
নিরব, নিথর, শূন্য যুদ্ধের ময়দানে হারিয়ে গিয়েছে গোলাগুলি।
একটা লাল গোলাপ হাতে বিজয়ী যোদ্ধা ফিরে গেছে প্রিয়তমার কাছে,
যুদ্ধের ময়দানে শতশত করোটির ভেতর অভিমান হারিয়ে গেছে।
রক্তের গন্ধ লেগে থাকা ইউনিফর্ম প্রিয়তমার প্রিয় পারফিউম,
রাতে নেমে আসে পরীরা,যোদ্ধার চোখে নামিয়ে দেয় নেশাতুর ঘুম।