যদি পারো আদর করো,তোমার মনে যারে চায়
সেই মানুষটা কি আমার মত নয়?
সেই মানুষটা কি আমার মত নয়?
যদি পারো আগলে রাখো,তোমার মনে যারে চায়
সেই মানুষটা কি আমার মত নয়?
সেই মানুষটা কি আমার মত নয়?
যেদিন তুমি ছুড়ে দিলে শূন্যে ভাসা অভিমানে
আশা রেখে বেঁচে আছি হৃদয়পুরের মাঝখানে
কলস বাঁধা গলায় নিয়ে ডুবে মরি প্রেম সাগরে
তোমায় ঘিরে ডুবে মরেছি তের নদীর গভীরে।
ভরা চাঁদের আলোয় যারে বেসেছিলাম খুব ভালো
পূর্ণিমা হইয়াছে আঁধার,প্রেম সাগর হইয়াছে কালো
জানি তুমি অন্য কারো,আমার সাহসে কুলায় না আর
ফুলে ফুলে সাজাইয়াছি,তোমার আমার প্রেম মাঝার।
যদি পারো আদর করো,তোমার মনে যারে চায়
সেই মানুষটা কি আমার মত নয়?
সেই মানুষটা কি আমার মত নয়?
যদি পারো আগলে রাখো,তোমার মনে যারে চায়
সেই মানুষটা কি আমার মত নয়?
সেই মানুষটা কি আমার মত নয়?