যান্ত্রিক জীবনে আমাদের কথিত মৃতদেহ নিয়ে ভাববার কেউ নেই,
প্রতিদিন কাকভোরে আবর্জনার গাড়িতে ছেড়ে যাই প্রিয় শহর,
আরেকবার, বারবার অসংখ্যবার মরতে হবে রোজ রাতের আগেই,
তাই নতুন করে জীবিত হবার জন্য নিজেকেই ছুড়ে ফেলি আবর্জনার গাড়িতে
আজও দম বন্ধের নির্দেশ ছাপা হয়েছে শহরের সবকটা পত্রিকায়,
এই যান্ত্রিক জীবন নিয়ে উপহাস আর ঠাট্টায় মগ্ন ড্রিল মেশিন,
ফুটো হয়ে যায় স্বপ্ন, ফুটো হয়ে যায় ঘরের চাল, ফুটো হয়ে যায় হৃদয়,
এই শহর প্রেম বোঝেনা, বোঝে শুধু আভিজাত্য, বোঝে বাণিজ্যিক প্রেমিকা,
ভালবাসতে বারবার জীবিত হয়ে ফিরে আসি অট্টালিকার অরণ্যে,
মরতে হয়, পিষে যেতে হয়, থেঁতলে যেতে হয়, প্রচন্ড জোড়ে ছুড়ে ফেলে কেউ,
হে অট্টালিকা, হে মানুষ,হে প্রেমিকা আমি এই শহরে থাকতে আসিনি,
আমি মরে যেতে এসেছি, আমি চিৎকার করতে এসেছি, আমি ভালবাসতে এসেছি,
যান্ত্রিক জীবনে প্রেমিকের মৃতদেহ নিয়ে ভাববার কেউ নেই,
প্রতিদিন কাকভোরে আবর্জনার গাড়িতে শহর ছাড়ে প্রেমিক,
আরেকবার, বারবার অসংখ্যবার ভালবাসতে হবে রোজ রাতের আগেই,
তাই নতুন করে ভালবাসার জন্য নিজেকেই ছুড়ে ফেলি আবর্জনার গাড়িতে।