খুব সহজে মনের গোপনে
দমিয়ে রেখেছো যে অসহায় সুর,
কার কফিনে শুয়ে তুমি,
ভাবছো দুঃখের শেষ?
কফিনের ডালায় দিচ্ছে বাঁধা
পেরেক ঠুকাবার শব্দ অবিরাম
তার মনেও প্রশ্ন জেগেছে,
প্রেমিক হবার এই পরিনাম?
খুব সহজে মেঘের আড়ালে
দমিয়ে রেখেছো যে অসহায় চাঁদ
কার আকাশ দেখছো তুমি,
ভাবছো দুঃখের শেষ?
রাতের আঁধার দিচ্ছে বাঁধা
পেঁচার ডাকে যেন অশুভ ছায়া
তার মনেও ভয় জেগেছে
কফিন জানে বাঁচবার মায়া।