একটা নিশ্চুপ কুয়াশাচ্ছন্ন রাত, রাতের মধ্যভাগ প্রায় শেষ,
জানালায় ঘুমন্ত শহরে হাড় কাঁপানো শীতের আমেজ,
তবুও সাউন্ড সিস্টেমে জেগে থাকে নিচু সুরের ব্লুজ, কিংবা ক্ল্যাসিকাল জ্যাজ,
অ্যাশট্রে টা অপেক্ষায় থাকে, বুক ভরে নেবে নিকোটিনের ছাই,
কুয়াশার চাদর যেন অদ্ভুত শান্তিতে ঢেকে রাখে সবগুলো ল্যাম্পপোস্ট,
তবুও কোথাও একটা না পাবার যন্ত্রণা মাথাচাড়া দেয় আজ,
মন খারাপের আবহসঙ্গীত অজান্তে বেজে উঠে সাউন্ড সিস্টেমে,
আমি কি তোমায় কুয়াশার মত ভালবাসায় আগলে রাখতে পারিনি?
নাকি সবকিছু ছেড়ে পালিয়েছি কোন এক দমকা হাওয়ার মত,
সবটুকু বিশ্বাসের বিনিময়ে এক ছটাক ভালবাসা চেয়েছিলাম,
চেয়েছিলাম তোমার সাথে কুয়াশা ঘেরা রাতে একটা উষ্ণ চাদর,
চেয়েছিলাম রাত বাড়তে থাকুক আর বাড়তে থাকুক তোমার আদর।