ওদের মস্তিষ্ক পচে অসহ্য দুর্গন্ধ বেড়িয়েছে
তবু ওরা স্বীকার করবেনা, কখনোই করবেনা
সুগন্ধি তো পায়নি জীবনেও, কি করে বুঝবে?
কে বোঝাবে? আমি? এত সস্তা ভাবলে কি করে?
ওরা খাবলে খায় কাঁচা মাংসের শরীর,
ওরা কি করে জানবে পোড়া মাংসের স্বাদ?
ওদের চোখ ভয় পাবে আলিফ লায়লার দৈত্য,
ওদের চোখেই ধ্বংস,যুদ্ধ,মারামারি,হানাহানি।
ওদের মস্তিষ্ক নিয়ে কেউ বলবে না,সবাই লুকোবে,
নিজের নাকে গন্ধ গেলে তখন ওদের টনক নড়বে,
কি লাভ? পুরো সমাজেই তো মস্তিষ্ক পচনের দুর্গন্ধ,
অসময়ে ভেবে গন্ধ ছড়াতে দিলে নিজেরও পচবে,
তখন হয়তো আর কোনো উপায় থাকবে না,
ওদের হাত যেন শক্ত কোন সাড়াশি, চেপে ধরবে,
বাঁচার জন্য ছটফট করবে, লাভ নেই, তারচেয়ে,
ওদের মস্তিষ্ক একটা পিস্তলের গুলিতে উড়িয়ে দাও,
আমি তোমাকেই বলছি কারণ আমার মস্তিষ্ক নেই,
অনেক আগেই পুড়িয়ে রেখেছি তবুও পচতে দেইনি,
ভয়ের কিছু নেই, ভয় পেয়ো না,ওদের উড়িয়ে দাও,
তুমি দেখবে,পচে যাওয়া মস্তিষ্ক আর একটাও নেই।