আজ শ্রাবণ মাসের আঠারো তারিখ,আজ রাতে নামবে পরীদের দল,
ক্ষমতাবান কেউ মঞ্চ সাজিয়ে দিয়েছে,সাজিয়েছে যত্নে,
আজ কসাইখানার জমাটবদ্ধ রক্তগুলো নেই,পরিষ্কার পরিচ্ছন্ন সাজ,
সরাইখানার দেয়ালে দেয়ালে বাজিকরদের ঠিকানা,পরীর দল আসবে কি না?
সাজানো হয়েছে টাউনহল,সাজানো হয়েছে পায়রা চত্বর,
ফিসফাস কানাকানি,জুয়ার টেবিল বসেছে,
জুয়ারি নেশাগ্রস্থ চোখে জেগে আছে,গভীর রাতে নামবে পরীদের দল,
খুব ক্ষমতাবান কারো সাজানো মঞ্চে, কেটে ফেলবে ডানা।
উল্লাস হবে,হবে চিৎকার,হবে হুংকার,হবে হাহাকার,
বুনোহাঁস ঝলসানো আগুনে ফেলে দেয়া হবে স্বপ্ন,সৌন্দর্য,
আগুনের ঠিক মাঝখানে ঝাঁপিয়ে পড়বে অমরত্ব লোভীর দল,
তারা পরীদের পাখায় জ্বলতে থাকা আগুনে অমরত্ব খুঁজবে।
আজ শ্রাবণ মাসের আঠারো তারিখ,আজ রাতে নামবে পরীদের দল,
ক্ষমতাবান কেউ মঞ্চ সাজিয়ে দিয়েছে,সাজিয়েছে যত্নে,
বিকেলের সময় ফুরাবার পরই তৈরি হয়েছে জল্লাদের দল,
তৈরি আছে পেশাদার জুয়ারি,ধারালো ছুড়ির আঘাতে কেটে যাবে ডানা।
শ্রাবণ মাসের জোছনার সিঁড়ি বেয়ে নেমে আসবে পরীদের দল,
পরীদের ডানায় হিংসের আগুন দেখবে হালের সুন্দরীরা,
শুধু দুঃখ পাবে প্রেমিকেরা,চিৎকার হবে, হবে হাহাকার,
তারা শুধু ভালবাসতে চেয়েছে, চেয়েছে পরীদের মন।
তারা কেঁদে উঠবে এই সমাজের আয়োজনে, অপরাধে,
মৃত পরীদের অভিশাপে সৃষ্টি হবে ক্যাটাক্লিজম।
মুহূর্তেই ঘন মেঘে ঢেকে যাবে শ্রাবণের রাত,ঢেকে যাবে পাপ,
মধ্যরাতে ঝুম বৃষ্টিতে ভেস্তে যাবে সকল আয়োজন।
সরাইখানা বন্ধের আদেশে নিয়ে মালিকপক্ষ হবে তৎপর,
নিভে যাবে কয়লার আগুন, বিস্বাদ লাগবে ঝলসানো হাঁস।
থেমে যাবে পরীদের যাত্রা,থেমে যাবে ক্ষমতাবানদের যাত্রাপালা।
খুশি হবে প্রেমিকেরা,ভেঙে যাক পরীদের মন,তবুও দুচোখে ঘুম।
আজ শ্রাবণ মাসের আঠারো তারিখ,আজ রাতে আসবেনা পরীদের দল,
বাড়ি ফিরে গেছে মালিকপক্ষ,ফিরেছে জল্লাদ, ফিরেছে জুয়ারির দল,
মেঘে মেঘে ছেয়ে গেছে গোটা শহর,নিভে গেছে বাঁতি,
প্রেমিকের উপর মন খারাপ,পরীদের দল জানিয়েছে অসম্মতি।