চেয়েছিলাম পাখি হতে,
কিন্তু একদল উচ্চাভিলাষী কুচক্রী,
পাখিদের স্বাধীনতা কেড়ে নিলো,
জন্ম দিলো শিল্প বিপ্লবের,
লোহায় তৈরি ওদের দেয়াল দুর্গ,
তুমি ভুলে যাও উড়বার নিয়ম,
পাখি তুমি ভীষণ পরাধীন,
তুমি কাটাবে খাঁচায় বন্দি দিন।
চেয়েছিলাম কবি হতে,
কিন্তু একদল বিপ্লবী কুচক্রী,
কবির হাত দিয়েছে ভেঙে,
জন্ম দিয়েছে বিক্ষোভ,
মিছিল, মশাল আর স্লোগান,
তুমি ভুলে যাও কবিতার নিয়ম,
কবি তুমি নিশ্চিহ্ন হও স্বেচ্ছায়,
লাল ক্যাপে ঢেকে ফেলো পরিচয়।
চেয়েছিলাম অনেক কিছুই,
কিন্তু একদল স্বার্থলোভী কুচক্রী,
লোভী হাত বাড়িয়ে দিয়েছে,
এখন আর পাবার আশায়
বসে থেকে লাভ নেই,
নেমে পড়তে হবে রাজপথে,
আদায় করতে হবে দাবী,
ক্ষমা করে দিও প্রিয় অপ্রিয় কবি।
চেয়েছিলাম নতুন বই হতে,
কিন্তু একদল উচ্চাভিলাষী কুচক্রী,
বইয়ের মলাট দিয়েছে ছিঁড়ে,
জন্ম দিয়েছে যন্ত্র,আধুনিক যন্ত্রণা,
বই তুমি ধুলোয় ঢেকে থাকো,
তালাবন্ধ কোন লাইব্রেরির তাকে ,
ক্লান্ত পৃথিবী,আধুনিকতার যান্ত্রিক ছন্দে,
ভালবাসা ফিরে আসুক নতুন বইয়ের গন্ধে।