তখন সকাল ৬টা, অনেক কষ্টের টিকিটে
জানালার পাশে আমার অনড় বসবাস
কাঁধের ব্যাগটা কোলে নামাতেই রওনা শুরু
মনে হলো আমার জন্যই থেমে ছিল ।
টিকিট ১১৪ টাকার, আর অভিজ্ঞতা গুলো বিনামুল্যের;
কাঁচটা সরিয়ে হালকা হওয়া গাঁয়ে লাগতেই -
ঘুমের চোখটা আপনা আপনি অলীক সুখে বুজে এলো।
ঠাণ্ডা সকালের হওয়ায় যেন আছে এক অন্য মাতোয়ারা।
কিছু দূর যেতেই ভিড় করে এলো একরাশ স্মৃতি
এলোমেলো চিন্তাগুলো নিজেরাই ঠিক করে নিল
কে আগে আসবে আর আসবে পরে ।
সীমাহীন রাস্তার পাশ দিয়ে গাছগুলো দৌড়চ্ছিল -
ধোঁয়ার মত মেঘের রঙে, আকাশ যেন আলতা পরেছে ।
বুকের বোতাম খুলে দিতেই ভেসে উঠলো তোমার ছবি
সেই মুখ,সেই হাসি,সেই চোখ আর সেই চাউনি ।
মাথাটা হেলিয়ে দেওয়ায়, এক পলকে কেটে গেল দিনগুলো।
চোখ বুজে একটা স্মৃতি স্থায়ী করতে চেয়েও পারলাম না।
এলোমেলো হাওয়ায় চুলগুলো নিজেরাই বাঁধান ছেড়ে দিল;
এরপর একটা ক্লান্তি মাখা ঘুম; আর কিছু মনে নেই।
হকারদের চিৎকারে ঘুম ভেঙে, মুখে একফালি রোদ
গন্তব্যের এখনো ঢের বাকি, তাইতো হেডফোনটা সাথ দিল।
গানের সুরে বেঁধে গেল পুরানো এমন কিছু স্মৃতি -
যে গুলোও কখনো স্মৃতির মর্যাদা পাবে,এমনটা ভাবিনি ।
পুনরায় গন্তব্যের দিকে ধাবিত হলাম, সুরের তালে তালে।
মনের চিলেকোঠায় বন্দি কতই না অপূর্ণ ইচ্ছে -লক্ষাতীত ।
জীবনের ধাপ গুলো পার হতে হতে সঙ্গগুলো আজ সঙ্গী্বিহীন-
মোমের মনটা গোলে কবে না জানি পাথর হয়েছে।
স্বাদ গুলো সব ক্ষুধায় হাসে;আর স্বপ্নগুলো বড় বে রঙিন ।
১১৪ টাকার অভিজ্ঞতা গুলো আরও একবার সতেজ করে -
এই মনটা রে, তৃপ্তি না দিলেও মিষ্টি অশ্রু দিয়ে যায় ।
কখন কখন জীবন মানে স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা নয় -
জীবন মানে একটা অতৃপ্ত মন,সবকিছু পেয়েও যেন সর্বহারা ।।