রঙ বেরঙের মুখোশ
পথের ধারে, মনের পাড়ে ভিড় করেছে ;
অজানা মায়ার হাতছানি
অল্প অহংকারী আর অল্প অভিমানী ।
গানের সুরের ওপারে
রামধনুর মেলা পাখনায়,
মিলেছে জীবনের সাত সুর
অজানা কারো বুক পকেটে ।
সন্ধ্যাতারার উজ্জ্বলতা
চাঁদের গায়ে দাগ কেটেছে,
চোরাবালির আহ্বানে
তলিয়ে গেছে কত সভ্যতা ।
যুদ্ধ মানে তিল থেকে তাল
সাম্রাজ্য এগিয়ে আর মানুষ পিছিয়ে
অবহেলায় কাটানো দিনগুলো
ফিরবেনা তবুও পেলে বেশ হত ।
কুচুরিপানার নীচে জমেছে পানীয় জল
খুজে পায়নি কেউই ।
বাসি প্রেমের উদাসী রাতের গভীর -
নিস্তব্ধতাই পাবে, না খুঁজে পাওয়া উত্তর ।।