গল্পটা বেশ জমেছিল
কিন্তু সব গল্পের শেষে শান্তি কই -
চেনা মুখোশের আশাতীত অভিব্যক্তি
নিভিয়ে দিয়েছে হাজারও আরমান।
অন্দরমহল পোড়াতারের গন্ধে অভিভূত
বাইরেটা প্লাস্টিকের আবরণ মাত্র।।
একটি মুহূর্তে রদবদলের দামামা বাজে,
নিমেষে ভাঙে অনুভূতির পাঁচিল।
কি বা মূল্য সেই অনুভূতির !
অনেক খুশি খরচের ফলাফল তুমি।
গল্পের কিছুটা আকর্ষণ আমিও,
তবুও লাভের খাতায় জমেছে ব্যাথা।।
শুরুটা সবারই হয় মনের মতো -
শেষটা মেলাতে গিয়ে উত্তর মেলে না।
দুইে দুইে চারের সূত্রে -
তুমি দিলে মাঝে শুধু শূন্য।
সইতে পারেনি সে মৌনতা
যুগে যুগে বেঁচে থাক ভালবাসা।।