অনেক গোলমাল এই জীবনের জ্যামিতি
কখনো সরলরেখা, কখনো বক্ররেখা ।
সূত্র গুলো বড়ই এলোমেলো, উত্তর মেলেনা -
জীবন থেমেছে এসে,সেই সূক্ষ্ম কোণে ।।
কম্পাসের কাঁটা আজ কেন্দ্র খুঁজে বেড়াই -
স্কেল জুড়েছে দুই মেরুর মাঝের দূরত্ব ।।
মনের পরিধি পাঁচিল তুলেছে হিয়ার গহীনে,
রূপকথা যাই সমান্তরালে,স্পর্শ হয়নি কোনদিনই ।
ছায়া টা, চাঁদার মতই হারিয়েছে তার অর্ধেক
সংখ্যাগুলো একে অন্যের পিঠে,অন্তর শুধু শূন্য ।।
বাহু গুলো হয়তো অনেক ব্যস্ত,গড়তে ত্রিভুজ, চতুর্ভুজ
পেনসিলটা আজও যেন সেই আগের মতই অবুঝ ।।