ভ্রমরের মনে জমেছে ফাটল,
শ্রাবণের ধারা তাইতো অটল ।।

মেখেছে কত রঙ, বদলেছে কত পোশাক
স্বপ্নের মায়াজালে বুনেছে এক মৌচাক ।
রাণীর ঘুমের হেতু নিয়েছে কত ঝুঁকি
রাণীর খুশিতে ছুঁয়েছি কতই না সূর্যমুখী ।।

জেগেছে কত রাত, করেছে কত পরিশ্রম
সবই ছিল মিথ্যা মায়ার অলিখিত ভ্রম ।
আজ রাণী উঠতে চাই, ডানা মেলেছে মন
অন্য বাসার সন্ধানে তাই চলেছে নতুন বন ।।

ভ্রমরের মনে বেঁধেছে ফাটল,
শ্রাবণের ধারা তাইতো অটল ।।