আজকাল মনটা বড়ই অন্যমনস্ক
বাড়তি ভাবনাগুলো আজ অবসরপ্রাপ্ত ।
মনের কোণে জায়গা নেই কোন অনুভূতির ।
আছে শুধু কলুষিত তিরস্কার আর অপেক্ষা -
অপেক্ষা সেই মেঘের , যে মেঘে বৃষ্টি হবে না
হিমেল হাওয়ায় শান্ত হবে আমার পৃথিবী ।
এ জগতে কি বা আছে চাওয়ার
জুটবে তো সেই কাফন না হয় কফিন ।
কি হবে এত মায়া, লোভ আর স্মৃতি নিয়ে
সবই তো আজ আছে কাল নেই ।
মানুষ পরিবর্তনশীল, পরিবর্তনশীল সময়ও
তাই তো এখনও অপেক্ষায় আছি প্রিয়।
কারো কাছে তুমি গোলাপ, কারো কাছে জবা
কেউ বলে তুমি বর্ষা, কেউ বা বলে হেমন্ত
বড়ই অদ্ভুত ও নয়নের ক্ষণিক প্রভা।
মনের মরুভূমিতে ক্যাকটাস ফুটেছে স্বমহিমায়
বন্ধ চোখে মরীচিকা, পালটাচ্ছেনা পরিস্থিতি!
নীরবতায় সুখ খুঁজে খুঁজে হতাশ হয়েছি বারবার ।
আজ নিলামে উঠেছে আমার আবেগ মাখা শ্রম
আমার অমূল্য রতন, বেদনা সেখানে মূল্যহীন, ।
কিছু অলীক সুখের মুহূর্ত বিকেছে চড়া দামে ।
অবিক্রীত অবস্থায় পড়ে আছে শুধু এই মনটা ।
এক নতুন সূর্যের অপেক্ষায় এক নতুন ভোরের আশায়-
বসে আছি আমি পথ চেয়ে সাগর কিনারায় ।।