'তোমাকে চাই' প্ল্যাকার্ড হাতে,
আমি স্বৈরাচারী প্রেম চাই।
মুসোলিনি, হিটলারের মতো,
গণতান্ত্রিক প্রেম নির্বাসন দিতে চাই।
রাজপথে ব্যারিকেড-মিছিল-বিদ্রোহে
আমি আচ্ছন্ন থাকতে চাই;
তোমার ক্যাকটাসীয় প্রেমে।
বন্দুক-রাইফেল কিংবা কাঁদানো গ্যাসের
ঝাঁঝে নির্গত সমুদ্র স্বাদের জলে আমি
সিক্ত হই স্বৈরাচারী প্রেমে।
আমি আত্মাহুতি দিতে রাজি,
ফ্যাসিবাদী প্রেমিকের ন্যায়;
তবুও একবিন্দু টলানো যাবে না মোর প্রাণ।
এ প্রেমান্দোলনে তুমি বিদ্রোহ হলে;
আমি হবো গণ- অভ্যুত্থান।