সিকি শতক পেরিয়ে গেছে অযত্নে-অবলীলায়,
দশেক যাচ্ছে তাহার অব্যক্ত আশ্রুত বাণিতে
সে বাণী আমি পেয়েছিলাম,
হিমাদ্রি ক্ষয়ে যে শুক্ল মাটির বুক চিরে বয়ে গেছে যে জলের ধারা; সেই ধারার বুকে ছিপ নৌকোতে।
কায়াতে মায়া জড়িয়ে সেজেছিল হরিত রঙা আল্পনায়;
পাণিতে ভরে ছিল ঘাস আর ফুলে।
জলের সুভাসে ফোটাতে পারিনি সে ফুল আর কভু;
নিঃশব্দে জড়ে পড়েছে বৃক্ষতলে।
বহু-বসন্ত এসেছে আমার বাগানে, পলাশ কিংবা কিংশুক আর ফোটেনি কখনো!
এক অসিত কণ্টকাকীর্ণ গোলাপে দিব্যি গোটা দশক পেরিয়ে গেল!
আজ সে পুষ্প আমায় খিন্নের গরলে দিয়াছে ভরিয়া;
আমি আর বাঁচি কেমনে? আর শোকে কেমনেই বা বলো ধরিব হিয়া।
( ২৯ শে আশ্বিন, ১৪৩১)