ভিজছি আমি অহরহ স্বেদজলে;
বেহিসেবী চিন্তায়।
মোমের মত পুড়ছি হিসেবের খাতা;
আলোহীন দিনটায়।
ভিজিয়েছি করোটির শেষ বিন্দু;
প্যাট্টিসিয়ান আলোয়।
উত্তরার সব বার্তা মুছে গেছে আলো-জলে;
ফিরতে চাইছি আবার ভালোয়।
অসৎ চিন্তায় ভেসে গেছে সব সততার প্রেম;
আচ্ছন্ন আমি মোহে।
ফিরতে চাইছি আবার আলোর জগতে;
বাঁচতে চাইছি প্রেম আর দ্রোহে।