যদি ফিরে আসো আর একবার,
নীহারের মতো আগলে রাখব
বরষার পুলকি কেশে পড়াব
কর্ণে দোলাব ঝুমকা
আর ময়ূরপঙ্খি শালুক ফুল
কণ্ঠ ভরাব তুলসির মালা
দিয়ে আর গেরুয়া রঙের দুল
হাতে পড়াব সফেদ বকুল
ভরাব মুঠো-মুঠো ঢুলে
মনের মতো সাজবে তুমি
ঈষৎ ঘোমটা তুলে
এক পায়ে পড়াব পায়েল
আর আলতা অপর পায়
শুমুখ সুবাসে ছড়ায়ে দিব
তোমার সারা গায়!
( সংক্ষেপিত)
( ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ )